শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালের ব্যাটেই শুরুর বিপদ উতরে গিয়েছিল বাংলাদেশ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৯০ রানেই হঠাৎ মনোযোগ হারিয়ে বসলেন। বিশ্ব ফার্নান্দোর বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ১০১ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তামিম ফিরেছেন।
তার ইনিংসে ছিল ১৫টি চার! অথচ ২৩ ওভারে ধনাঞ্জয়ার বলে জীবন পেয়েছিলেন তিনি। এবার অবশ্য ভাগ্য সহায় ছিল না।
বুধবার ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় সাইফ হাসানের উইকেট হারালে সেখান থেকে নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন তামিম ইকবাল। শান্ত অর্ধশতক হাঁকিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৭ রান। নাজমুল হোসেন শান্ত ৬৪ রান ও মুমিনুল হক ১২ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। তিনি ছয় বল মোকাবেলা করে লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো’র এলবিডাব্লিউ’র শিকার হয়ে মাঠ ত্যাগ করেন।