মহামারি করোনাভাইরাসের কারণে সিলেটে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন।
করোনাভাইরাসের প্রভাবে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার (৯মে) দুপুরে বিশ্ববিদ্যালয় গেইটে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ ও এসোসিয়েশনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজিম উদ্দিন ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল।
আরো উপস্থিত ছিলেন হিসাব পরিচালক আ.ন.ম জয়নাল আবেদীন, প্রধান প্রকোশলী হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকোশলী জয়নাল ইসলাম চৌধুরী সহ এসোসিয়েশন অন্যান্য নেতৃত্ববৃন্দ।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৯মে,২০২১/হামিদা