বাংলা নব বর্ষ বা ইংরেজি নতুন বছর এলেই মানবিক সহায়তায় এগিয়ে আসেন সিলেটের জকিগঞ্জ সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
এরই ধারাবাহিকতায় বাংলা নব বর্ষ উপলক্ষে গতকাল বুধবার (১৪এপ্রিল) বিকেলে বিলেরবন্দ ও হোসনাবাদ গ্রামের গুরুতর অসুস্থ রোগীদের দেখতে গিয়ে ফলমুল ও খাদ্যসামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।
পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং নিজ হাতে মাস্কও পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক মুন্না।