আজ থেকে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসবে। আজ (১ সেপ্টেম্বর) বুধবার বিকাল সাড়ে ৪টায় ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন বসবে।
তার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের দিনক্ষণ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেয়া হবে।
মূলত করোনা মহামারিকালে নিয়ম রক্ষার এ সংসদে চারটি বিল পাস ও ১৪টি বিল উত্থাপিত হবে। অধিবেশনটি চার কার্যদিবস চলবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সচিবালয় সূত্রে জানা গেছে, মাত্র ৯০ ৯৫ জন সংসদ সদস্য (কোভিড টেস্ট সাপেক্ষে) উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই অধিবেশন চলবে; তবে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।