বাংলাকে ভালোবাসি ভালো লাগে সব; সবুজ এ মাঠ ঘাট নানা উৎসব। ভালো লাগে জলে ভরা থই থই মাঠ; কুমার নদীর চরে ঢেউ খেলা ঘাট।
পাখিদের ডাকে ঘুম ভেঙে হয় ভোর; খুকুমণি খুলে দেয় জোছনার দোর। রিমঝিম বৃষ্টিতে নেচে হয় সারা; বৃষ্টি কাজল যেন আকাশের তারা।
বুনো হাঁস বাঁকা জলে জলকেলি খেলে; বাদলের ধারা ঝরে এ আষাঢ় এলে। কদম গন্ধ ঢেলে দেয় চারিদিকে; আকাশের নীল রঙ হয়ে যায় ফিকে।
নিজেদের খেলা ভুলি বৃষ্টির ছলে; ভিজলে অসুখ হবে গুরুজনে বলে। তবুও ভিজছি রোজ আষাঢ়ের ধারায় হাসিতে খুশিতে যেন সব দুখ হারায়।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৭ জুলাই,২০২১/ প্রজীৎ ঘোষ