এটিএন বাংলায় ঈদের ষষ্ঠ দিন আজ রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘স্বামী রহিম'”।
ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আখম হাসান, নাদিয়া, শাহেদ আলী ও প্রিয়া প্রমুখ।
এক নামে বিশেষ শ্রেণির কাছে পরিচিত স্বামী রহিম। স্বামী কোনো উপাধি না। এটা হলো তার পেশা। প্রায় ২০ জন স্ত্রীর স্বামী হিসেবে রহিম সার্ভিস দিয়ে যাচ্ছে। এই সার্ভিসের বিনিময়ে মাসে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা রহিমের ইনকাম। একটা এজেন্সির মাধ্যমে রহিম কাজগুলো করে যেভাবে শুরু, রহিম গ্রাম থেকে শহরে এসে যখন চোখে মুখে অন্ধকার দেখছিল। তখন হঠাৎ করেই মোড়ের দোকানের কূলসুম রহিমের হাত পায়ে ধরে রিকোয়েস্ট করা শুরু করলো। কুলসুম একটা এনজিওতে লোনের জন্য আবেদন করেছে। এখন স্বামীসহ না গেলে লোনের টাকাটা কুলসুম পাবে না। অত্যন্ত মানবিক কারণেই রহিম সেদিন কুলসুমের সাথে গিয়েছিল। লোন পাওয়ার পর খুশিতে কুলসুম রহিমের হাতে ৫০০ টাকা তুলে দিয়েছিল। এরপর আর থেমে থাকতে হয়নি রহিমকে। প্রতি মুহূর্তে স্বামী চরিত্রে অভিনয় করতে গিয়ে রহিম জন্ম দিতে থাকে একের পর এক মজার কাহিনী। সকালবেলা রহিম যখন বাসা থেকে বের হয় তখন রহিম অভিনেতাদের মতো কয়েক সেট জামা কাপড় ল্যাগেজে নিয়ে বের হয়।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৬ জুলাই,২০২১/হাবিব