মাঠে নামার আগেই বড় চমক দিলো স্পেন। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য স্পেনের কোচ লুইচ এনরিকের ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি ৩৫ বছর বয়সী তারকা ডিফেন্ডার সার্জিও রামোসকে।
স্পেন কোচের ঘোষিত ২৪ সদস্যের দলে রামোস ছাড়াও জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের।
২০০৪ সালে স্পেনের জাতীয় দলে অভিষেক হওয়া রামোস এই প্রথম বাদ পড়লেন জাতীয় দলের বড় কোনো টুর্নামেন্ট থেকে।
ইনজুরিতে এবারের মৌসুম কেটেছে রামোসের। তাই খেলতে পারেন মাত্র ২১ ম্যাচ শেষ দিকে পুরোপুরি ফিট হলেও কেন তাকে দলে রাখা হয়নি এ নিয়ে চলছে সমালোচনা!
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৫ মে,২০২১/সিজান