লকডাউন কিংবা শাটডাউন নয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকার স্ট্রিক্ট ভিউতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিধি-নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ১ তারিখ ভোর ছয়টা থেকে সাত তারিখ থেকে রাত বারোটা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ফলে এখন আমাদের স্ট্রিক্ট… লকডাউন ঠিক নয়, নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কিছু বাস্তব কারণে ৩০ তারিখ পর্যন্ত আমরা করতে পারছি না। সে কারণে ১ তারিখ থেকে।
কোন শিথিলতা দেখানো হবে না। এসময় জরুরি সেবা ছাড়া ঘর থেকেও বের হতে পারবে না মানুষ। এ বিষয়ে মন্ত্রিসভায়ও আলোচনা হয়েছে।
এর আগে আজ সোববার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আমরা বিভিন্ন বিভাগে কথা বলে জেনেছি করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তাই প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এবারের লকডাউনের সেনাবাহিনী বিজিবি-পুলিশ টহলে থাকবে। তাদেরকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবারের লকডাউনে কোনো মুভমেন্ট পাস থাকবে না।
মন্ত্রিসভার আজকের বৈঠকে মহাসড়ক আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইন অমান্য করলে ২ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দিনের লকডাউনের প্রথম দিন আজ। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৮ জুন,২০২১/খালেদ