সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল কাদির মোল্লা।
গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকটির পর্ষদ সভায় থারমেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এ সভায় বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তিনি ২০১৩ সাল থেকে টানা ৯ বছর ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এসবিএসি ব্যাংক পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন আমজাদ হোসেন।