ওমরাহ পালনকারীদের জন্য সুখবর যে, এখন থেকে প্রতিদিন ৭০ হাজার মুসল্লি ওমরাহ করার সুযোগ পাবেন। সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধাসহ থাকবে ভাষাগত পরিষেবা সুবিধাও।
প্রতিদিন ওমরাকারীর সংখ্যা এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের। খবর আরব নিউজ। প্রতিদিন ৭০ হাজার মুসল্লির পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন ও মদিনায় জিয়ারতে সুবিধা বাড়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র দুই মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক ও খতিব শায়খ আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল-সৌদের নেতৃত্বে এ প্রস্তুতি সম্পন্ন হয়। মহামারি করোনার কারণে দীর্ঘদিন সৌদি আরবের বাইরের লোকদের জন্য বন্ধ ছিল ওমরাহ কার্যক্রম।
গত ১৫ আগস্ট থেকে করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ দেয় দেশটি।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হানি বিন হুসনি হায়দার বলেন, ওমরায় অংশগ্রহণকারী ও ইবাদতকারীদের সবাইকে সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওমরাহ পালনকারীদের ঝুঁকিমুক্ত রাখতে অতিরিক্ত পরিষেবা অব্যাহত রেখেছে হারামাইন কর্তৃপক্ষ।
সৌজন্য: জাগো নিউজ