ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডে লন্ডন প্রবাসী আজমল হোসেন রাজনের পক্ষথেকে গরীব দুঃখী ও মেহনতি মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার সকালে ফরেস্ট অফিস সংলগ্ন মাঠে আজমল হোসেন রাজনের বাবা মরহুম আমির হোসেন মাস্টারের মাগফেরাতের জন্য এ শীতবস্ত্র বিতরন করা হয়। রাসেল আহমেদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ছাদ আলী। এসময় উপস্থিত ছিলেন রাজনের বড় ভাই দেলোয়ার হোসেন, স্থানীয় মুরব্বী পাকিছ মিয়া, মকছন আলী, মকবুল মিয়া, নেচার আহমেদ, মকলুছ মিয়া, বাছন মিয়া, মজিদ মিয়া, তাহির মিয়া, সাংবাদিক জুয়েল আহমেদ জুলি প্রমূখ।