করোনা আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর। বর্তমানে তিনি উপজেলা প্রশাসনের ইউএনওর বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছেন।
গতকাল বুধবার (২৮ জুলাই) কোভিড-১৯ টেস্টে তার রেজাল্ট পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।
জানা গেছে, করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন কার্যক্রমের মধ্যেই তিনি মহামারি করোনা আক্রান্ত হয়েছেন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৯ জুলাই,২০২১/খালেদ