করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও লতিফিয়া আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা খান রাসেল।
তিনি আজ শনিবার (২৪ জুলাই) রাত ৯ টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
আগামীকাল রবিবার (২৫ জুলাই) দুপুর ২ টায় রাজনপুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে হযরত শাহ্ মালুম (রহ.) মাজার শরিফ সংলগ্ন কবরস্থান তাকে দাফন করা হবে। মরহুমের পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলাজুড়ে বইছে শোকের মাতম।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৪ জুলাই,২০২১/সামাদ