করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত।
গত কয়েকদিন যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রবিবার তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।
আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রখ্যাত এই অর্থনীতিবিদ বর্তমান আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৭ জুলাই,২০২১/মিজান