বাংলাদেশ ও ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে আগামীকাল ৫ সেপ্টেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তবে এর জন্য যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি পিসিআর টেস্টের ‘নেগেটিভ রিপোর্ট’ থাকতে হবে এবং চেন্নাই বিমানবন্দরে নামার পর নিজ খরচে ‘মলিকুলার টেস্ট’ করাতে হবে। ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ভিসায় ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইউএস বাংলার ফ্লাইট প্রতি রোববার, বুধবার ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। আবার দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ছেড়ে ফ্লাইট বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।