করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধের ২২ দিন পর আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) থেকে গণপরিবহন চালু হচ্ছে।
জানা গেছে, কাল ভোর থেকে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
এ নিয়ে এক নির্দেশনায় বলা হয়েছে- মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠাতে পারবে না এবং গাড়ির স্টাফদেরকে মালিক মাস্ক সরবরাহ করবে।
গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে একজন যাত্রী বসবে। লকডাউনে মালিক-শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছে। এক্ষেত্রে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৫ মে,২০২১/সায়েম