গাজীপুরের টঙ্গী এলাকায় ২টি পরিবারের ওপর নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ডি’ কোম্পানি’র পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রোববার (৬ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, গত শনিবার রাতে র্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৭ জুন,২০২১/সামাদ