“মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার’ এই স্লোগান সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নড়াইল সদর উপজেলা কৃষি অফিসারের সভাকক্ষে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
মূলত কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদ নড়াইল কর্তৃক এ আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম প্রমূখ।
৫০ জন কৃষকের মাঝে লেবু, আমড়া ও পেয়ারার ১৫০টি ফলের চারা বিতরণ করা হয় বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল