রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার খোলামুড়া মডেল টাউনের রসুলবাগ এলাকায় একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে ভবনটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ১৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়াসহ ফায়ারসার্ভিসের কর্মকর্তাবৃন্ধ।
ভবনের পাশের বাসিন্দা মোঃ বাবুল জানান, বিল্ডিংটি হেলে পড়ার পাশাপাশি ভবনটিতে ফাটল দেখা দিছে। আপাতত শুধু হেলে পড়া বিল্ডিংটি থেকে লোকজনকে সড়িয়ে নিলেও পাশের ভবনের মানুষগুলোও নিরাপদ না। পাশের সাড়ে পাঁচতলা ভবনের মালিককে ফোনে জানানো হয়েছে। সে বিল্ডিংয়ের বাসিন্দাদেরও সড়িয়ে নেওয়া উচিৎ বলে আমি মনে করছি। আরও পড়ুনঃ সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, প্রায় ১০ বছর আগে চারতলা ভবনটি নির্মাণ করেন মোঃ মোক্তার হোসনে নামে জনৈক এক ব্যক্তি। ভবনটিতে পাঁচটি পরিবার বসবাস করত। আজ দুপুরে হঠাৎ চারতলা ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়লে বিল্ডিংয়ের বাসিন্দাদের অন্যত্র সড়িয়ে নেওয়া হয়েছে। এব্যাপারে ৪ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৭ জুন,২০২১/মিলাদ