ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে অনলাইন কোরবানির পশুর হাট ব্যাপক সাড়া জেগেছে। করোনা পরিস্থিতিতে হাটে না লিয়ে ঘরে বসেই অনলাইন কোরবানির পশুর হাট থেকে কোরবানির জন্য পশু বেচাকেনা করা হচ্ছে।
গতকাল উপজেলা মঙ্গলবার(১৩ জুলাই ) প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক অনলাইনে কোবানির পশু বেচাকেনা করার জন্য তিনি নান্দাইলবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ অফিস ফেসবুক আইডিতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের গবাদি পশুর ছবি, দেহের বর্ণনা, মোবাইল নাম্বার ও মূল্য নির্ধারিত সংক্রান্ত তথ্য দিয়ে অনলাইন পশুর হাট বিক্রয় প্লাটফর্মের সহযোগিতা পেতে পারেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক আরও জানান, কোরবানির পশুহাটে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মেডিকেল টিম তদারকি করছে। তবে আশা করছি, করোনার এই সময়ে অনলাইন কোরবানির পশুর হাট সকলের কাছে গ্রহণযোগ্য ও বিশেষ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যে নান্দাইলবাসীর সহযোগিতা কামনা করছি।
সৌজন্য: আমার সংবাদ
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৪ জুলাই,২০২১/হাবিব