সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত অভিযোগে খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ৪ সদস্যকে আটক করেছে র্যাব।
তারা হলেন- তেরখাদা দক্ষিণপাড়ার আবির মাহমুদ রেজা (২৮), ঝালকাঠির নলসিটির আবু বকর সিকদার (২০), দিনাজপুরের ইউসুফ আলী (২১) ও নড়াইল নালিয়া গ্রামের আশরাফুল ইসলাম ওরফে আবু আব্দুল্লাহ (৩১)।
র্যাব-৩ ঢাকার একটি দল তাদেরকে আটকের পর তেরখাদা থানায় সোপর্দ করে।
রবিবার (২ মে) সকালে তেরখাদার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদেরকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২ মে,২০২১/ সিদ্দিক