একটি পাখি কদম গাছে নাচছে ডানা মেলে, খোকনসোনা করবে আদর সেই পাখিটা পেলে!
বায়না ধরে বাবার কাছে দিতেই হবে তাকে, পুষবে পাখি খাঁচার ভেতর খাতায় ছবি আঁকে।
এমন সময় ডানা মেলে যায় পাখিটি উড়ে, দুঃখে খোকন কয় না কথা এদিক-ওদিক ঘুরে।
আদর করে ডাকেন বাবা থেকো না আর রাগে, পুষলে পাখি খাঁচার মাঝে পাখির কষ্ট লাগে।
তারচে বরং ফুল পেড়ে দিই বানাও ফুলের মালা, বোনের গলায় পরিয়ে দিও মিটবে মনের জ্বালা।
লেখক: শেখ একেএম জাকারিয়া
মেডিক্যাল টেকনোলজিস্ট,সদর হাসপাতাল, সুনামগঞ্জ, বাংলাদেশ
কুশিয়ারাভিউ২৪ডটকম/৪ আগস্ট, ২০২১/জাকারিয়া