মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৬৩৭ জন।
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত রোগী দুটোই আগের দিনের চেয়ে কমেছে। এই সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় ৮০০ কম।
এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৬৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আজ শনিবার (১২ জুন) ৩৯ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা আগের দিন ছিল ৪৩ জন। নতুন ৩৯ জনকে নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭১ জন।
সরকারি হিসাব অনুসারে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন। এই সময়ে ১১ হাজার ৬৬১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১২ জুন,২০২১/সামাদ