দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১৮২ জনে।
এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩০৫০ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। আজ সোমবার(১৩ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনার নমুনা টেস্ট করেন ২০৬০২ জন। আজ সুস্থ হয়েছেন ২৫৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
এর আগে গতকাল রবিবার (১৩ জুন) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এর আগে ১২ জুন করোনা ভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৭ জন।
দেড়মাস পর আবারও তিন হাজারের বেশি শনাক্ত হল। মৃত্যুও প্রতিদিন বাড়ছে। আর এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৯ মে। সেদিন করোনাভাইরাসে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৪ জুন,২০২১/খালেদ