আজ শুক্রবার (২ জুলাই) ভোরের দিকে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল
দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো। খবর দ্য গার্ডিয়ান।
এর আগে, ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২ জুলাই,২০২১/সাহেদ