সরকারি লোগো লাগানো একটি গাড়ি ঢোকে ঘাট এলাকায়। দেখে সন্দেহ হয় সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের।
জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিয়েছেন বিশেষ কৌশল। লাগিয়েছে ভুয়া লোগো।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায়। সেখানে তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ।
এ সময় গাড়িতে ভুয়া লোগো লাগানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে গাড়ির চালককে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৩০ জুলাই,২০২১/সায়েম