ডেস্ক রিপোর্ট: সিলেটের গোলাপগঞ্জে পৃথক অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আরমান আলীর ছেলে মো. শওকত আলী (৪৫), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচক গ্রামের সাদির মিয়ার ছেলে মো. ইসলাম (৫১) ও একই জেলার জগন্নাথপুর উপজেলার জগদীশ গ্রামের সাবু মিয়ার ছেলে শাহান মিয়া (২৫)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় থেকে ১ জনকে ও পৌর এলাকার উত্তর বাজার হক ম্যানশন থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা (নং- ২৪ ও ২৫) দায়ের করা হয়েছে।