চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে কাঞ্চন কুমার দে নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই সংযোগ সড়ক এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২ জুলাই,২০২১/আহাদ