রবিবার (১২ জুন) চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ২৪ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চল।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এমদাদুল ইসলাম বলেন,
রবিবার সকালে চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২২ হাজার পিস ইয়াবাসহ মো ইসমাইল নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ আয়েশা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৌজন্য: বাংলাদেশ প্রতিদিন
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৩ জুন,২০২১/সামাদ