চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় ব্যাটারি চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে নিকাশ বড়ুয়া (৪৫) ও রিকশাচালক আব্দুল কাদের ওরুফে দিলদার (৫০)।
শনিবার (৩০ এপ্রিল) ভোরে হাটহাজারী-নাজিরহাট সড়কের উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নাজিরহাট থেকে রিকশায় মাছ নিয়ে সরকারহাটের দিকে যাচ্ছিলেন তারা। পথে মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলেও জানান তিনি।