নানা সমস্যায় জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডা. এম আর খান মেডিকেল সেন্টার।
এখানে নেই পর্যাপ্ত জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম কিংবা চিকিৎসক। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর জন্য রয়েছে মাত্র চারজন ডাক্তার। তাদের মধ্যে প্রধান মেডিকেল অফিসার ডা. দীপক কুমার মণ্ডল ও ডা. নুরজাহান দুজনেই ছুটিতে রয়েছেন।
শিক্ষার্থী আক্তারুল ইসলাম বলেন, ‘মেডিকেল সেন্টারে ডাক্তার দেখানোর পর আমাকে পাঁচ ধরনের ওষুধ সাতদিনের জন্য লিখা দেন। সেন্টার থেকে মাত্র দুই ধরনের ওষুধ দেয় আমাকে, বাকিগুলো নেই বলা হয়।
সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুসরাত জামান বলেন, ‘আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। এক্ষেত্রে আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে শুধু রুটিন দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে।’