প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুইদিন আগে ‘তীব্র বন্দুকযুদ্ধ’ প্রত্যক্ষ করেছে জন্ম।
গতকাল শুক্রবার ভোরে এক সামরিক স্থাপনায় নিরাপত্তা বাহিনী এবং কথিত সন্ত্রাসীদের গুলি বিনিময়ে এক নিরাপত্তা কর্মকর্তা এবং দুইজন নিহত হয়েছে।
এছাড়াও এই ঘটনায় আর চার কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু শহরের সানজায়ান ক্যান্টনমেন্টে ভোরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে এই বন্দুকযুদ্ধ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য ছিল শহরে হামলার পরিকল্পনার করছে কথিত সন্ত্রাসীরা।
কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) জানিয়েছে তাদের কর্মীদের বহনকারী একটি বাস নিশানা বানায় সন্ত্রাসীরা। এই হামলায় তাদের এক সহকারী সাব-ইন্সপেক্টর নিহত হয়েছে।
জম্মু ও কাশ্মির পুলিশের প্রধান দিলবাগ সিং বলেন, ‘সানজায়ান বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সানজায়ানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা বড় হামলার পরিকল্পনায় ছিল। লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ ক্ষতিসাধন করা।