জাপানের ওসাকায় একটি ৮ তলা ভবনে আগুন লেগে ২৭ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গত শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দুর্ঘটনার কবলে পড়া বেশিরভাগ মানুষের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই ফ্লোরে একটি ক্লিনিক ছিল যেটিতে মানসিক স্বাস্থ্যের রোগীদের চিকিৎসা দেওয়া হতো।
এদিকে, জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ওসাকা মিউনিসিপ্যাল ফায়ার
ডিপার্টমেন্ট সকাল ১০টা ২০ মিনিটে সেন্ট্রাল ওসাকার কিতাশিঞ্চি জেলায় আগুন লাগার খবর পায়।
জানা গেছে, ভবনের চতুর্থ বা পঞ্চম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
সংবাদমাধ্যম এনএইচকে’র প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়িয়েছিল।
এনএইচকে’র খবরে বলা হয়েছে, কোথা থেকে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ। ভবনটি একটি বাণিজ্যিক ও বিনোদনকেন্দ্রিক জেলার মধ্যে অবস্থিত।