জামালপুরে ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফারজানা আক্তার শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল মিয়ার তৃতীয় স্ত্রী। শাকিল আগের দুই স্ত্রীকে তালাকের পর ফারজানাকে বিয়ে করেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, মঙ্গবার বিকেলে শাকিল মিয়ার নিজ বসতঘরের ধর্নার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফারজানা আক্তারের লাশ দেখতে পায় প্রতিবেশীরা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৯ জুন,২০২১/মাহি