বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে মিলাদ দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ মে) বাদ মাগরিব জাতীয়তাবাদী ছাত্রদল ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারী কলেজ শাখার উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ মিলাদ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ছানি ইমাম মাওলানা আব্দুল হান্নান। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৩০ মে,২০২১/ছামি