ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতির মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির মামলার আসামি উপজেলার ঐয়ারকোনা দাস গ্রামের রজই মিয়ার ছেলে ডাকাত সিরাজ উদ্দিনকে আটক করে।
এছাড়া সিআর মামলার ওয়ারেন্টের আসামি সৈয়দপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে দিলু মিয়াকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।