করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ টিকার প্রথম চালানে ১২ লাখ টিকা ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র এ খবর নিশ্চিত করে জানায়, দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে দুবাই থেকে ভ্যাকসিনসহ যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের ১২ লাখ আসবে এবং শনিবার সকালে অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/ ২ জুলাই,২০২১/আহাদ