ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তরুণীর বাবা খুলু মিয়া বলেন, বাড়ির সবাই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশীরা।
তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে।
শনিবার(২৭জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এক তরুণীর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একটি গাছে গলায় ওড়নায় প্যাঁচানো অবস্থায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আলামত সংগ্রহ করে প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।