করোনা সংক্রমনরোধে টিকার নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে নতুন করে আর কেউ আপাতত টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন না। তবে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।
বুধবার (৫ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেছেন, আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। আপনারা জানেন, টিকার চালান চুক্তিমত আমাদের হাতে এসে পৌঁছায়নি।
যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেয়া শেষ করতে চাই আমরা।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর নিবন্ধন বন্ধ থাকবে জানিয়ে সেব্রিনা ফ্লোরা আরও বলেছেন, নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সেসময় আবার নিবন্ধন চালু করা হবে
কুশিয়ারাভিউ২৪ডটকম/৫ মে,২০২১/কালাম