মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে মোট করোনায় মারা গেছে ১২ হাজার ৯৮৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ
এছাড়া একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২৫৭৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ ২০ হাজার ৩৯৫ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১০ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৪৪৭ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।
এর আগে, গতকাল বুধবার (৯ জুন) করোনায় মৃত্যু হয় ৩৬ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫৩৬ জন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১০ জুন,২০২১/রাহিন