নওগাঁর ধামইরহাটে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫।
আটকরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনজি আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান (২৪) ও পূর্ব কোরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৩৪)।
আজ রোববার (২৩ মে) বিকেল ৪টায় উপজেলা মঙ্গলবাড়ী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত ৮টায় র্যাব ৫ থেকে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে বিকেলে ৪টার দিকে মঙ্গলবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় গোপন সংবাদে বাজার এলাকা থেকে আব্দুর রহমান ও আশরাফুল ইসলামকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৪৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট ও ধামইরহাট থানাসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে ধামাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২৩ মে,২০২১/খালেদ