মূলধন বৃদ্ধির লক্ষ্যে বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ।
প্রতিষ্ঠানটি জিরো কুপন বন্ড ছেড়ে প্রায় ৫০০ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছে পুঁজিবাজার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে। কমিশন আবেদনটি যাচাই বাছাই করছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির তথ্য মতে, বন্ডটির মেয়াদ হবে পাঁচ বছর। অর্থাৎ পাঁচ বছর পর ৫০০ কোটি টাকার বন্ডটির আকার হবে সাড়ে ৭০০ কোটি টাকা।
কুশিয়ারাভিউ২৪ডটকম/১৯ জুলাই,২০২১/সিয়াম