মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে অয়ন মিয়া (৫)। আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে বালুয়াকান্দি মেঘনা নদীর ঘাটে মায়ের সাথে গোসল করতে গিয়ে শিশুটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুশিয়ারাভিউ২৪ডটকম/২০ মে,২০২১/সিয়াম