হয়তো খুব বেশি একটা দুরে নয় খুব কাছেই আছো তুমি তার পরও হাজারমা ইলের দুরত্ব আমাদের ঠিক যেমন আমার জানলা থেকে দুর গগনের চাঁদ।
তোমাকে খুব কাছেই মনে হয়
কিন্ত তারপরও আমি খুজে পাই না
একটু খানি স্পর্শ করতে পারি না তোমায়
রুপোলী চাঁদের মতোই স্পর্শের বাইরে তুমি।নিঃশ্বাসটাও তো একই বাতাসে নেই দুজনে
একই আকাশের নিচেই বসবাস
একই জোছনায় স্বপ্ন সাজাই দুজনে
তার পরও যোজন যোজন দুরত্ব আমাদের।আচ্ছা আবার কবে দেখা হবে বলো নিঝুম নিশিতে আবার কবে উষ্ণতা ছড়াবে তুমি বাহুডোরে বেধে নিয়ে শীতল হৃদয় খানা কতো নিশি ভোর হবে বলো তোমার ফেরার অপেক্ষায়।