নোয়াখালীর সেনবাগে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে সাজেদুল ইসলাম অয়ন (২) এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৪ মে ) সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর জামানির নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাইফুল ইসলাম সামিরের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু অয়ন পরিবারের সদস্যদের অজান্তে ঘর থেকে বের হয়ে পুকুর পাড়ে খেলতে গিয়ে ওই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
একপর্যায়ে সন্ধ্যায় তাদের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাত ১০টায় শিশুটির জানাযা শেষে নবীপুর ইউনিয়নের গোপালপুর জামানির নতুন বাড়ীতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে পরিবার থানায় কোন অভিযোগ করেননি। পারিবারিক কবরস্থানে ওই শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৪ মে,২০২১/এনাম