আফগানিস্তানের উত্তরাঞ্চলের পাঞ্জশির উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের বিরুদ্ধে তালেবানের সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে ইরান।
প্রতিরোধযোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তালেবানের এই উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার দাবির পর সোমবার তেহরান নিন্দা জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেছেন, পাঞ্জশির থেকে যে খবর আসছে তা আসলেই উদ্বেগজনক। সেখানে হামলার তীব্র নিন্দা জানায় ইরান।
গত ১৫ আগস্ট সুন্নিপন্থি সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান কাবুল দখলে নেয়ার পর এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের সমালোচনা করেছে ওই অঞ্চলের প্রভাবশালী শিয়াপন্থি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরান।