নাটোরে পিকআপ খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ রোববার (৮ আগস্ট) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশ্যে পিকআপটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় কাছিকাটা এলাকায় পিকআপটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন।
তিনি আরো জানান, আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সৌজন্য: ডেইলি বাংলাদেশ
কুশিয়ারাভিউ২৪ডটকম/৮ আগস্ট, ২০২১/সামাদ