চট্টগ্রামে চেকপোস্টে থামার সংকেত না মেনে পালানোর চেষ্টায় থাকা এক মাইক্রোবাসের ধাক্কায় এক পুলিশ সদস্যের প্রাণ গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহত রাব্বি ভূঁইয়ার বাড়ি নরসিংদীতে। ২৬ বছর বয়সি এই পুলিশ সদস্য হাইওয়ে পুলিশের দোহাজারী থানার কনস্টেবল ছিলেন। আহত মো. আরাফাতও একই থানায় কর্মরত।
গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফরহাদ জানান।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৬ আগস্ট, ২০২১/সিয়ান