পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে আরীবা সুজ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ মে) কুশিয়ারা ভিউ টুয়েন্টিফোর ডটকম’র আয়োজনে ফেঞ্চুগঞ্জ বাজারের আকুল শাহ্ শপিং সিটিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরীবা সুজ’র স্বত্বাধিকারী খায়ের খান,তৌফিক খান তুষার,ইমরান খান রুবেল,টিটু আহমদ,
সৈয়দ মাহি,আরিয়ান আহমদ প্রমুখ।
কুশিয়ারাভিউ২৪ডটকম/৫ মে,২০২১/আদনান