সিলেটের ফেঞ্চুগঞ্জে এসএসসি পরীক্ষা ২০২১ এর কক্ষ পর্যবেক্ষক বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫জন কক্ষ পর্যবেক্ষক, দুইজন সহকারি কেন্দ্র সচিব, ও ৩ জন হল সুপার কে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ।
কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল জাবিদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিদ আলী, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গালর্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ খায়রুল ইসলাম প্রমুখ। এছাড়া সকল কক্ষ পর্যবেক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।